ভীম কে । bhim in mahabharat
ভীম কে ?
পবন দেবের ঔরসে কুন্তীর গর্ভে ভীম এর জন্ম। পাণ্ডব ভাইদের বনবাসের সময়ে ভীম হিড়িম্বা নামের রাক্ষসীকে বিয়ে করেন, এবং তাদের ঘটোৎকচ নামের একটি পুত্র সন্তান হয়। দ্রৌপদী ও ভীমের সন্তান সুতসোম৷ কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম একা শতকৌরবকে বধ করেন৷ অপরিসীম বলশালী ভীম মল্লযুদ্ধে রাজগৃৃহের চক্রবর্তী সম্রাট জরাসন্ধ ও অজ্ঞাতবাস কালে বিরাটের সেনাপতি কীচককে মল্লযুদ্ধে পরাজিত ও বধ করেন৷ গদা চালনায় ভীম ও দুর্যোধন সমান পারদর্শী ছিলেন৷ এ'বিষয়ে তাদের শিক্ষাগুরু ছিলেন কৃষ্ণর অগ্রজ হলধারী বলরাম৷ কুরুক্ষেত্রের যুদ্ধের শেষপর্বে ভীম ও দুর্যোধন গদাযুদ্ধের দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হন এবং যুদ্ধরীতি উল্লঙ্ঘন করে ভীম জয়ী হন৷ যুধিষ্ঠীরের রাজসূয় যজ্ঞের সময় ভীম পূর্বভারতে অভিযানে নেতৃত্ব দান করেন ও সেখান থেকে কর্ণসহ প্রায় সকল পূর্বভারতীয় রাজাদের পরাজিত করে কর সংগ্রহ করেন। কুরুক্ষেত্রর যুদ্ধ ৩৬ বছর পর ১২৬ বৎসর বয়সে মহাপ্রস্থানের পথে ভীমের মৃত্যু হয় ৷
কোন মন্তব্য নেই
thanks. please visit again