Header Ads

Header ADS

রামচন্দ্র কে কেন শুধু ১৪ বছরের জন্যই বনবাসে পাঠানো হয়েছিল?

 রামচন্দ্র কে কেন শুধু ১৪ বছরের জন্যই বনবাসে পাঠানো হয়েছিল?




বড়রাণীর ছেলে রাজা হবে, আমার ছেলে হবে না সেটা মন থেকে মেনে নেওয়া তো অসম্ভব। তাই রাজা দশরথের দুর্বলতার সুযোগ নিয়ে দাসী মন্থরার পরামর্শে রামচন্দ্রকে বনবাসে পাঠালেন।

    ত্রেতাযুগে রাজার আইন অনুযায়ী যদি উত্তরাধিকারী কেউ ১৪ বছরের জন্য সম্পত্তির দখল না নেন বা সম্পত্তির ভোগ দখল ত্যাগ করে দূরে থাকেন বা নিরুদ্দেশ হয়ে যান তাহলে তাঁকে মৃতরূপে পরিগণিত করা হয়। অর্থাৎ তাঁর সম্পত্তির ওপর আর কোনও অধিকার থাকে না। এই নিয়মের বেড়াজালে আবদ্ধ থাকার কারণকে রানী কৈকেয়ী অস্ত্র হিসাবে ব্যাবহার করে নিজের পুত্র ভরতের রাজসিংহাসনের দাবীকে কণ্টকশূন্য করতে চেয়েছিলেন। 


আরেকটি মত অনুযায়ী — রামচন্দ্র বনবাসে যাওয়ার সময় থেকে শুরু করলে রাবণের আয়ু আরও ১৪ বছর বাকি ছিল। তাই পূর্ব নির্ধারিত নিয়তি লিখন অনুযায়ী কৈকেয়ীর মাধ্যমে এই লিখন কার্যকারী হয়। 


অপর মতে — রাজা দশরথ ও ঋষি বশিষ্ঠ মিলে রামের রাজ্যাভিষেকের সিদ্ধান্ত নেন। এর ১৪ দিন পর রাজা দশরথ রানী কৈকেয়ীকে এই সিদ্ধান্তের কথা জানান।কৈকেয়ী এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে এক এক দিনের সমান এক এক বৎসর চেয়ে নেন শাস্তি স্বরূপ।

কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.