Header Ads

Header ADS

ভীষ্ম কে ? who is bhishma in mahabharata

 ভীষ্ম 



 কুরু বংশের রাজা শান্তনু  এবং গঙ্গা  দেবীর অষ্টম পুত্র ভীষ্মভীষ্ম ছিলেন অভিশপ্ত অষ্টবসুর অন্যতম। একদিন অষ্টবসুরা আট জন মিলে বশিষ্ঠ মুনির আশ্রমে সস্ত্রীক আতিথেয়তা গ্রহণ করতে গেছিলেন। এঁদের স্ত্রীদের একজন মুনির গাভী নন্দিনী-র লোভে পড়লে তিনি তার স্বামী প্রভাসকে গাভীটি চুরি করার অনুরোধ করেন। প্রভাস বাকিদের সাহায্য নিয়ে গাভীটি চুরি করে স্ত্রীকে উপহার দিলেন। ক্রমে বশিষ্ঠ মুনি ঘটনাটা জানতে পেরে সবাইকে মর্ত্যে জন্মগ্রহণের অভিশাপ দিলেন। কিন্তু অস্টবসুদের মিনতিতে প্রভাস ছাড়া সকলকেই কয়েক মুহুর্তের জন্য মানব জন্ম গ্রহণ করতে হবে এবং প্রভাস মর্ত্যে বিখ্যাত হবে বলে কিছুটা শাস্তি লাঘব হল। সেই অনুযায়ী দেবব্রত একমাত্র বসু যিনি মর্ত্যে মানব জীবন যাপন করেছিলেন। মর্ত্য এ এই প্রভাস রাজা শান্তনু এবং দেবী গঙ্গার পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন। হস্তিনাপুরের রাজা শান্তনু একদিন ছদ্মবেশী গঙ্গাদেবীর  প্রেমে পড়ে তাকে বিবাহের প্রস্তাব দিলে গঙ্গাদেবী এই শর্ত দেন যে তার কোনো কাজে রাজার নিষেধ থাকবে না। সেই শর্তে রাজি হয়ে বিবাহের পর রাজা দেখেন যে এক একটি পুত্র জন্ম নিলে তার স্ত্রী তাদের গঙ্গা নদীতে  ভাসিয়ে আসেন। পর পর সাত বার এই কষ্ট সহ্য করার পর অষ্টম বার আর থাকতে না পেরে প্রতিবাদ করলেন রাজা। তখন গঙ্গাদেবী  নিজের পরিচয় দিয়ে শর্তানুযায়ী বিলীন হয়ে যান। পুত্র বড় হলে ফেরত দেবেন বলে প্রতিজ্ঞা করে সাথে পুত্রকেও নিয়ে যান।  মায়ের সাথে থাকাকালীন ভীষ্ম দেবগুরু বৃহস্পতির কাছে রাষ্ট্রবিজ্ঞান, বশিষ্ঠ মুনির কাছে বেদ ও বেদাঙ্গ এবং পরশুরাম  মুনির কাছে ধনুর্বিদ্যা শিখে একজন আদর্শ রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন। এমনকি তিনি গুরু পরশুরামের  বিরুদ্ধেও বিজেতা হন। সে যুদ্ধ ২৩ দিন ব্যাপী চলেছিল।

পরবর্তীতে পিতা শান্তনু সত্যবতীকে বিবাহ করতে চাইলে সত্যবতীর পিতার শর্ত অনুযায়ী ভীষ্ম কোনোদিন রাজা না হওয়া এবং আজীবন ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা করলেন। এরফলেই দেবব্রত এর নাম হলো ভীষ্ম। পূর্বজন্মের অভিশাপ অনুযায়ী অম্বা শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করে এবং অর্জুন শিখণ্ডীর সাহায্যে ভীষ্ম কে শরসজ্জায় হত্যা করে।



কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.