রামের বনবাসের খবর শুনে শত্রুঘ্ন এতদূর বিরক্ত ও মর্মাহত হয়েছিলেন যে সকল অনর্থের মূল কৈকেয়ীর দাসী মন্থরাকে তিনি প্রহার করেন এবং কৈকেয়ীকে যথেষ্ট ভর্ৎসনা করেন । রামায়ণ অনুসারে, গৌতমের জ্যেষ্ঠ পুত্র হলেন শতানন্দ। কিন্তু মহাভারতের আদিপর্ব অনুসারে, সারদ্বান ও সিরকারি নামে তাঁর দুই পুত্র ছিল। সারদ্বান গৌতম নামেও পরিচিত ছিলেন, তাই তাঁর সন্তান কৃপ ও কৃপীকে যথাক্রমে গৌতম ও গৌতমী বলা হত। গৌতমের এক কন্যাকেও উল্লেখ করা হয়েছে কিন্তু মহাকাব্যে তার নাম কখনই প্রকাশ করা হয়নি। সভাপর্ব তে তিনি আউশিনারার (উশিনারার কন্যা) মাধ্যমে অনেক সন্তানের জন্ম দেন, যাদের মধ্যে কাকশিভাতের বড়। জড়াসন্ধের রাজ্য মগধে গৌতম ও আউশিনারার বিয়ে হয়।বামন পুরান অনুসারে, জয়া, জয়ন্তী ও অপরাজিতা নামে তাঁর তিনজন কন্যা ছিল।
কোন মন্তব্য নেই
thanks. please visit again