Header Ads

Header ADS

মহিরাবন কে ছিলেন? who is mahirabana in ramayana

 মহিরাবন কে ছিলেন?

মহীরাবণ চরিত্রটি কৃত্তিবাসী রামায়ণে  পাওয়া যায়; কিন্তু মূল রামায়ণে  পাওয়া যায় না। কিংবদন্তী অনুসারে, মহীরাবণ রাবনের  পুত্র ছিলেন। রাবণ ইন্দ্রজিতের সহায়তায় বলিকে  পরাজিত করে পাতালের অন্তর্গত কাঞ্চনা নগরী অধিকার করে মহীরাবণকে তার রাজা করেন। মহীরাবণ পিতা রাবণের কাছে প্রতিজ্ঞা করেন তাকে যেকোনো বিপদে স্মরণ করলেই উপস্থিত হবেন। মহীরাবন নিজের রাজধানীতে উগ্রতারার পূজা করতেন। তার বরে মহীরাবণ মায়াবিদ্যায় পারদর্শিতা লাভ করেন। তিনি আরও বর দেন মানুষ ও বানর ব্যতীত কারো হাতে তার মৃত্যু হবে না। পরে রাম রাবনের যুদ্ধে হনুমানের হাতে খড়্গ দ্বারা মহিরাবনের মৃত্যু হয়।



কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.