Header Ads

Header ADS

ইউরোপের মা কালী। Maa kali in Europe.

ইউরোপের কালী : সারা লা কালী
আমরা অনেকেই জানি, আবার অনেকেরই হয় তো অজানা যে দুর্গা বা কালী পূজা শুধু বঙ্গে বা ভারতে নয় অথবা বাঙালি বা ভারতীয় কর্তৃক বিদেশে নয়, খোদ ইউরোপিও নাগরিকরা আজও মা দুর্গা ও কালীর পূজা প্রতি বছর মে মাসে দক্ষিণ ফ্রান্সের সেন দ্য লা মার অঞ্চলে মহা সমারোহের সাথে করে থাকেন l ওই একই দিনে ইতালির কিছু অঞ্চলেও মায়ের পূজা হয় l


 ইউরোপের রোমানি জন গোষ্ঠীর লোকেদের patron saint বা রক্ষাকারী দেবী হলেন এই সারা লা কালী l 2001 সালে রোনাল্ড লি সাহেব তাঁর একটি প্রবন্ধ তে লিখেছেন যে হিন্দু দের মতোই পূজা শেষে সারা লা কালীর বিসর্জন হয় সমুদ্রে এবং সেই বিসর্জনের নিয়ম কানুন দেখে স্পষ্টই বোঝা যায় সারা লা কালী, দুর্গাশপ্তসতীর দেবী দুর্গা বা রূপান্তরে দেবী কালীর রূপ ভিন্ন আর অন্য কিছুই নয় l আসলে এই রোমানিরা একসময় ভারতের উত্তর পশ্চিম দিক থেকে, বিশেষত রাজস্থান অঞ্চল থেকে মুসলিম শাসক দ্বারা তাড়িত হয়ে ইউরোপে পাড়ি জমায় প্রায় হাজার বছরেরও আগে l সময় বদলেছে কিন্তু শতাব্দী প্রাচীন প্রথা মেনে তারা আজও মা কালীর পূজা করে যাচ্ছে এ ভাবেই l তবে ইউরোপিও সভ্যতার সংস্পর্শে এসে মা খ্রিষ্টিও হয়েছেন বটে l এরা বিসর্জনকে তাই বলে benediction. ইউরোপিও রাও আজ এই রোমানি বা জিপসি দের দেবী কে নিজেদের করে নিয়েছে, নাম দিয়েছে সেন্ট সারা l কিন্তু মা এর মূল নাম কালী কিন্তু অপরিবর্তিতই রয়ে গেছে l হ্যাঙ্কক সাহেব বলেছেন, রোমানিরা প্রাচীন হিন্দু জাতিরই অংশ তাই শক্তির উপাসক, এবং হিন্দুদের কাছে ভদ্র কালীর যা তাৎপর্য রোমানিদের কাছে সারা লা কালীরও প্রায় একই তাৎপর্য l মায়ের এই রূপ পরিবর্তন শুধু খ্রিষ্টিও সভ্যতার সঙ্গে খাপ খাইয়ে নিতে l মা কালী তাই হলেন সেন্ট সারা লা কালী l অসি, নরমুন্ড ছেড়ে হলেন সেন্ট!!

কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.