Header Ads

Header ADS

স্বর্গ, নরকে যাবেন কখন?

 স্বর্গ, নরকে যাবেন কখন?




মৃত্যুর পর আত্মা দেহ থেকে বের হবার পর তার কর্ম অনুযায়ী স্বর্গ অথবা নরকে যায়।
পূণ্য অনুযায়ী আত্মা স্বর্গে সুখ ভোগ করে।তারপর পূণ্য শেষ হয়ে গেলে পাপ কর্ম অনুযায়ী নরকে যায়।এবং পাপের শাস্তি ভোগ করে।
পাপ ও পূণ্য ভোগের শেষে পূর্বজন্মের কর্মফল অনুযায়ী পুনরায় নতুন দেহ ধারণ করে।

শাস্ত্রীয় মতে 
তে তং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালং
ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি।
এবং ত্রয়ীধর্মমনুপ্রপন্না
গতাগতং কামকামা লভন্তে।।(শ্রীমদ্ভগবদগীতা ৯/২১)

অনুবাদঃ তাঁরা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্ত্যলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেতোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয়সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম-মৃত্যু লাভ করে থাকেন।

কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.