Header Ads

Header ADS

জীবাত্মার শেষ কোথায়?

জীবাত্মার শেষ কোথায়?


জন্ম→মৃত্যু→স্বর্গ→নরক→জন্মান্তর→পুনরায় জন্ম এভাবে চলতে থাকলে মানুষের অর্থাৎ জীবাত্মার শেষ কোথায়? এই চক্র কখন শেষ হয়?সনাতন হিন্দুদের জীবনের উদ্দেশ্য কি??




বিধর্মী যেকোন কাউকে জীবনের মূল উদ্দেশ্য জিজ্ঞাসা করলেই বলবে স্বর্গ বা জান্নাতে যাওয়া তার লক্ষ্য। 
কিন্তু সনাতন হিন্দুদের স্বর্গে যাওয়া শেষ লক্ষ্য নয়।হিন্দুদের জীবনের উদ্দেশ্য হলো মুক্তি লাভ বা মোক্ষ লাভ।অর্থাৎ এই পুনর্জন্ম থেকে মুক্তি,ঈশ্বরের পরম ভগবৎধাম প্রাপ্তি,ঈশ্বরের সাথে মিলিত হওয়া।যেটি পাইলে আর জন্ম নিতে হয় না।

।কারণ হিন্দুরা জানে,একমাত্র ভালো কাজ করলে সে এমনিতেই স্বর্গে যাবে।স্বর্গ লাভের জন্য তাকে কোন দালাল ধরতে হবে না,ঈশ্বরকে ভয় পেতে হবে না। হিন্দুদের ঈশ্বর কখনো নিজেকে প্রতিষ্ঠার জন্য নরকের ভয় আর স্বর্গের লোভ দেখান না। কখনো বলেন না, যে আমাকে(সৃষ্টিকর্তাকে) না মানলে নরকে পাঠিয়ে দেবো বলে ভয় দেখান না আর মানলে স্বর্গের লোভও দেখান না।

সনাতন হিন্দুধর্মে সৃষ্টি কর্তাকে কোন ধরণের লোভ আর ভয় না দেখিয়ে শুধু ভালোবাসার কথা আছে।
আমরা সৃষ্টিকর্তাকে এতটাই ভালোবাসি যে সৃষ্টিকর্তার প্রতিকৃতি (ছবি/বিগ্রহ /প্রতিমা) খাবে না জেনেও তার সামনে খাবার দেই,ঈশ্বরের নামগান জপ করি।
মূর্তি ঈশ্বর না এটি জেনেও ঈশ্বরকে ভালোবাসা মূর্তির সামনে উপস্থাপন করি।কারণ আমরা মনে করি ঈশ্বর সর্বজ্ঞ। তিনি তার প্রতি ভক্তদের এই নিষ্কাম প্রেম,ভক্তি, ভালোবাসা দেখছেন। 

কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.