অশ্বমেধ যজ্ঞ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।
অশ্বমেধ যজ্ঞ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।
বিভিন্ন বৈদিক যজ্ঞের মধ্যে অশ্বমেধ যজ্ঞ অন্যতম যজ্ঞ । রাজাদের জন্য এই যজ্ঞ করা আবশ্যক। কিন্তু এই অশ্বমেধ যজ্ঞকে এই পর্যন্ত যে পরিমাণে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে তা অন্য কোনো উৎসব নিয়ে করা হয়েছে কি না সন্দেহের বিষয় ! মধ্যযুগীয় বিকৃত মস্তিষ্কের কিছু পণ্ডিত নামধারী লোকেরা বেদের অর্থের যতটা না বিকৃতি ঘটিয়েছে তার চেয়ে বেশী অর্থ বিকৃতি ঘটিয়েছে এই যজ্ঞ নিয়ে । তাই বর্তমানে অহিন্দু ও নাস্তিকদের নিকট এই যজ্ঞ অশ্ব হত্যা ও অশ্লীলতার এক আয়োজন নামে পরিচিত । উব্বট মহীধরের ভাষ্য অনুযায়ী অশ্বমেধ যজ্ঞে অশ্ব হত্যা করা হয় এবং পরবর্তীতে রাণী অশ্লীল কর্মে লিপ্ত হয় ।রাজ্যপালনের কর্মই অশ্বমেধ। রাজার নাম অশ্ব এবং প্রজার নাম অশ্ব ব্যতীত অপরাপর পশুর নাম । অশ্বমেধে রাজ্যের শোভা স্বরূপ ধন হয়ে থাকে এবং সেই জ্যোতির নাম হিরণ্য ।শতপথ ব্রাহ্মণের ১৩।১।৬ এ বলা হয়েছে- “রাষ্ট্রং বা অশ্বমেধঃ। বীর্য়ং বা অশ্বঃ।” অর্থাৎ অশ্ব শব্দ বল বাচক । যে কর্মে রাজ্যের প্রজাদের বল বৃদ্ধি এবং রাষ্ট্রের উন্নতি ঘটে তাই অশ্বমেধ । অশ্বমেধ হচ্ছে সেই কর্ম যা দ্বারা দেশ ও জনগণের কল্যাণ হয়ে থাকে । এখানে অশ্লীলতার ও পশু হত্যার কোনো স্থান নেই । তাই বলা যায়, যারা এই মহৎ কর্মের বিকৃত অশ্লীল অর্থ করেছে সেসব অল্পবুদ্ধি ভাষ্যকারদের সেই ব্যাখ্যা সম্পূর্ণ রূপে কল্পনা প্রসূত, যার কোনো শাস্ত্রীয় ভিত্তি নেই ।
কোন মন্তব্য নেই
thanks. please visit again