আদিপর্ব সম্পর্কে লেখো।
আদিপর্ব সম্পর্কে লেখো।
আদিপর্ব হলো আঠারো পর্বেরর মহাভারতের প্রথম পর্ব। "আদি" একটি সংস্কৃত শব্দ যার অর্থ হলো "প্রথম"। আদিপর্ব সর্বমোট ১৯টি উপপর্ব এবং ২৩৬টি অধ্যায় রয়েছে। তবে সমালোচনামূলক সংস্করণে রয়েছে ১৯টি উপপর্বের পাশাপাশি ২৫৫টি অধ্যায়।
আদিপর্বে বলা হয়েছে কীভাবে সৌতি নৈমিষারণ্যে সমবেত ঋষিগণের কাছে মহাকাব্যটি আবৃত্তি করেছেন যা বৈশম্পায়ন প্রথম তক্ষশীলায় জন্মেঞ্জয় কে তার সর্পসত্রে শুনিয়েছিলেন । এই পর্বে সমগ্র মহাভারতের বিষয়বস্তু এবং কুরুবংশের আদি কাহিনী বর্ণিত হয়েছে।আদিপর্ব ১৯টি উপপর্ব বা উপ-গ্রন্থ রয়েছে । প্রতিটি উপ-গ্রন্থকে আলাদাভাবে এক-একটি পর্ব বলা হয়, এবং অতিরিক্ত উপবিভাজিত অধ্যায়গুলোর মধ্যে, সর্বমোট ২৩৬টি আদিপর্ব অন্তর্ভুক্ত রয়েছে। ১৯টি উপ-গ্রন্থের নামগুলো হলো:
অণুক্রমণিকা পর্ব, সংগ্রহপর্ব, পৌষ্যপর্ব, পৌলমপর্ব, আস্তিকপর্ব, আদিবংশাবতরণপর্ব, সম্ভবপর্ব,
জতুগৃহপর্ব, হিড়িম্ববধপর্ব, বকবধপর্ব, চৈত্ররথপর্ব, স্বয়ম্বরপর্ব, বৈবাহিকপর্ব, বিদুরাগমনপর্ব, রাজ্যলাভপর্ব, অর্জুনবনবাসপর্ব, সুভদ্রাহরণপর্ব, হরণাহরণকাপর্ব, খাণ্ডবদাহপর্ব।
কোন মন্তব্য নেই
thanks. please visit again