Header Ads

Header ADS

সভাপর্ব :

 সভাপর্ব :




সভাপর্ব  মহাভারতের  ১৮টি পর্বের মধ্যে ২য় পর্ব ।  সর্গটি শুরু হয়েছে ময়দানবের ইন্দ্রপ্রস্থে  সভাগৃহ নির্মাণের মাধ্যমে । এর পঞ্চম অধ্যায়ে রাজ্য ও প্রজাদের উন্নতি, বিজয় ও সুখের জন্য প্রয়োজনীয় শাসননীতির কথা আলোচিত হয়েছে । মধ্যের অধ্যায় গুলি রাজা যুধিষ্ঠিরের কার্যকাল ও তার ভাইদের দ্বারা রাজসুয় যজ্ঞকালে তার সাম্রাজ্য বিস্তারের কথা বর্ণনা করে । শেষ অধ্যায় দুটিতে রাজা যুধিষ্ঠিরের দ্যূতাসক্তির কথা আলোচিত হয়েছে এবং বাজিতে সব কিছু হারানোর কথা আছে। এই সর্গে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে মানবতার নীতিও আলোচিত হয়েছে । এই সর্গে ১০টি উপপর্ব ও ৮১টি অধ্যায় আছে । সেগুলি হলো : সভাক্রিয়াপর্ব, লোকপালসভাখ্যানপর্ব, রাজসূয়ারাম্ভপর্ব, জরাসন্ধবধপর্ব, দিগ্বিজয়পর্ব, রাজসূয়িকপর্ব, অর্ঘাভিহরণপর্ব, শিশুপালবধপর্ব, দ্যূতপর্ব,অনুদ্যূতপর্ব।

কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.