Header Ads

Header ADS

বনপর্ব

 বনপর্ব :



বনপর্ব মহাভারত মহাকাব্যের আঠারোটি পর্বের মধ্যে তৃতীয় পর্ব।বনপর্বের মধ্যে ২১ টি উপপর্ব ও ৩২৪ টি অধ্যায় আছে। এটি মহাভারতের বড় পর্বগুলোর একটি। এই পর্বে পাণ্ডবদের দ্বাদশবর্শব্যাপী বনবাস কাল, তাদের বিভিন্ন ঋষির সংস্পর্শে অর্জিত শিক্ষা এবং সেসব শিক্ষা তাদের চরিত্র গঠনে কীভাবে সাহায্য করেছিল তা বর্ণিত হয়েছে। মহাভারতের এই অন্যতম দীর্ঘ পর্বে নীতি-নৈতিকতা ও পাপ-পুণ্যের বিষয়ে অনেক আলোচনা আছে। এছাড়া এই পর্বে নানা উপাখ্যান যেমন "অজগর - যুধিষ্ঠির সংবাদ", "শ্যেন - কপোত উপাখ্যান", "নল - দময়ন্তীর উপাখ্যান" ও সাবিত্রি - সত্যবানের উপাখ্যান বর্ণিত হয়েছে। এই পর্বের মধ্যে জে উপপর্ব গুলি আছে সেগুলো নিম্নরূপ : আরণ্যকপর্ব, কির্মীরবধপর্ব, অর্জুনাভিগমনপর্ব, কৈরাতপর্ব, ইন্দ্রলোকাভিগমনপর্ব, তীর্থযাত্রাপর্ব, জটাসুরবধপর্ব,নিবাতকবচযুদ্ধপর্ব, আজগরপর্ব,মার্কণ্ডেয়সমস্যাপর্ব, দ্রৌপদীসত্যভামাসংবাদপর্ব, ঘোষযাত্রাপর্ব, ব্রীহিদ্রৌণিকপর্ব, জয়দ্রথবিমোক্ষণপর্ব, রামোপাখ্যানপর্ব, পতিব্রতামাহাত্ম্যপর্ব, কুণ্ডলাহরণপর্ব, আরণ্যেয়পর্ব।



কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.