Header Ads

Header ADS

রামায়ণে ইলার ভূমিকা কি? Krittibasi Ramayan - Ila

 রামায়ণে ইলার ভূমিকা কি?





বৈবস্বত মনুর প্রথম সন্তান ইল। তিনি ইক্ষ্বাকুকুলের মহাপরাক্রমশালী রাজা এবং কুরুবংশের আদিপুরুষ পুরূরবা-র মাতা।বৈবস্বত মনুর কোনো সন্তান না হওয়ায়, মহর্ষি বশিষ্ঠকে পুরোহিত নিযুক্ত করে, সন্তান কামনা করে দেবতা মিত্র-বরুণের যজ্ঞ করছিলেন। বৈবস্বত মনুর পুত্রসন্তান লাভ করবার ইচ্ছা ছিল, কিন্তু মনুপত্নী শ্রদ্ধা কন্যা সন্তান কামনা করে যজ্ঞের হোতার কাছে তাঁর মনের ইচ্ছা ব্যক্ত করলেন। হোতাগণ 'কন্যা সন্তান' এর সংকল্প করে 'বষট-কার' উচ্চারণ করে যজ্ঞ করলেন। যজ্ঞের ফলে মনুর 'ইলা' নামে এক কন্যার জন্ম হলো।পুত্রের বদলে কন্যা পেয়ে মনু ক্ষুণ্ণ হলেন। তিনি ক্ষুব্ধচিত্তে গুরু বশিষ্ঠের নিকট অনুযোগ করলেন। বশিষ্ঠ বললেন, যজ্ঞের হোতা প্রথমে পুত্র সন্তান এবং পরে কন্যা সন্তান কামনা করায় সংকল্পিত কার্যে বিপর্যয় ঘটেছে। যাহোক, আমার তপস্যা বলে তোমার সন্তান পুত্রই হবে। অতঃপর তিনি ভগবান বিষ্ণুর স্তব করলেন। বিষ্ণুর আশির্বাদে কন্যা পুত্রে পরিনত হলো। তার নাম হলো সুদ্যুম্ন(ইল)। বৈবস্বত মনু পরবর্তীকালে ইলকে রাজ্যে অভিষিক্ত করে বানপ্রস্থ গিয়েছিলেন। রামায়ণের উত্তরকাণ্ডে ইলা-বুধের কাহিনী বর্ণিত হয়েছে। সেখানে অন্যান্য পুরাণের সঙ্গে রামায়ণের তথ্য ও ঘটনাগত বিভিন্নতা রয়েছে। রামায়ণে বলা হয়েছে, ইলা ছিলেন প্রজাপতি কর্দমের পুত্র। কর্দম রাজত্ব করতেন বাহ্লীক দেশে। মহাদেবের নিয়মে ইলা নারীত্ব প্রাপ্ত হলে শোকাকুল ইলা দেবী উমার স্তব শুরু করেন।
স্তবে প্রসন্না দেবীর বরে ইলা তখনই কিম্পুরুষত্ব প্রাপ্ত হলেন। ইলাকে নারীরূপে দেখে বুধ অতি মুগ্ধ হলেন। যেসব সঙ্গীসাথী ইলের সাথে এসে কিম্পুরুষত্ব প্রাপ্ত হয়েছিলেন বুধ তাদের অন্যত্র থাকার ব্যবস্থা করে ইলাকে নিয়ে সংসার শুরু করলেন। কিম্পুরুষ দশায় ইলা যখন পুরুষ হলেন, তখন তাঁর পূর্বের কথা[অর্থাৎ তাঁর রাজ্য, পিতামাতা, স্ত্রী-সন্তান দের কথা। নারী হবার কথা তাঁর মনে থাকত না] মনে পড়ল। ফিরে যেতে চাইলে বুধ তাঁকে এক বছর থেকে যেতে বললেন। ইলা সম্মত হলো। একবছরের মধ্যেই ইলা পুরূরবা-র জন্ম দিলেন। এদিকে কর্দম ঋষি সমস্ত টা জানতে পেরে ঋষিদের পরামর্শে মহাদেবের উদ্দেশ্যে অশ্বমেধ যজ্ঞ করলেন। যজ্ঞের ফলে প্রসন্ন মহাদেবের বরে ইলা সম্পূর্ণ ভাবেই পুরুষ হয়ে গেলেন। ইল পূর্বে পুরুষাবস্থায় বাহ্লীকদেশে এক পুত্রের জন্ম দিয়েছিলেন, তাঁর নাম শশবিন্দু। শশবিন্দুকে বাহ্লীকদেশের সিংহাসনে বসিয়ে এবং পুরূরবাকে প্রতিষ্ঠানপুরের সিংহাসনে বসিয়ে ইলা সংসার ত্যাগ করে তপস্যায় কাল কাটালেন। অতঃপর তপস্যার ফলে ইলা ব্রহ্মলোক প্রাপ্ত হলেন।


কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.