Header Ads

Header ADS

মহাভারতের প্রথম বাংলা অনুবাদ কে করেন? মহাভারত কোন ছন্দে রচিত?

 মহাভারতের প্রথম বাংলা অনুবাদ কে করেন? মহাভারত কোন ছন্দে রচিত?সেই সম্পর্কে লেখো।

মহাভারতের প্রথম বাংলা অনুবাদ করেন কাশীরাম দাস


মহাভারত পয়ার ছন্দে রচিত।

কাশীরাম সংস্কৃত  ও কাব্যশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন, কিন্তু তিনি মূল সংস্কৃত মহাভারতের যথাযথ অনুবাদ না করে নিজস্ব দৃষ্টিভঙ্গির দ্বারা মূল কাহিনিকে কিছুটা বদলে রচনা করেছেন। চৈতন্য -পরবর্তী যুগে রচিত এই গ্রন্থে বৈষ্ণব কাশীরামের ভক্তিবাদের প্রাধান্য স্থানে স্থানে পরিলক্ষিত হয়েছে। সম্পূর্ণ গ্রন্থটি পয়ার চতুর্দশপদী ও ত্রিপদী ছন্দে লিখিত হয়েছে। গ্রন্থটিতে কাশীরামের একটি জনপ্রিয় ভণিতা (পদের শেষে কবির নামযুক্ত পঙ্‌ক্তি) পাওয়া যায়: “মহাভারতের কথা অমৃত-সমান। কাশীরাম দাস কহে, শুনে পুণ্যবান্॥” কাশীরাম রচিত এই মহাভারকটি  ভারত-পাঁচালী বা ‘কাশীদাসী মহাভারত ’ নামে বাংলায় সমাদৃত। 

কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.