Header Ads

Header ADS

মহাভারত এর অন্যান্য ভাষায় অনুবাদ সম্পর্কে লেখো।

 মহাভারত এর অন্যান্য ভাষায় অনুবাদ সম্পর্কে লেখো।



ইংরেজি মহাভারত প্রথম অনুবাদ করেন কিশোরীমোহন গঙ্গোপাধ্যায়, মুনশিরাম মনোহরলাল প্রকাশনীতে ১৮৮৩ থেকে ১৮৯৬ সালের মধ্যে। 

গীতা প্রেসের পক্ষ থেকে পণ্ডিত রামনারায়ণদত্ত শাস্ত্রী পাণ্ডে রাম।

 হিন্দি ভাষায়  মহাভারতের অনুবাদ করেছেন। 

অষ্টাদশ শতাব্দীতে সম্রাট আকবরের  পৃষ্ঠপোষকতায় ফয়জ়ি ও আ বদুল কাদির বদাউনি ফার্সি ভাষায়  মহাভারত অনুবাদ করেন, যার নামকরণ করা হয় ‘রজ়্‌ম্নামেহ্’। তামিল ভাষায় মহাভারতের অনুবাদ করেছেন মানালুর রঙ্গচরিয়ার।

কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.