Header Ads

Header ADS

মহাভারত কি ? what is The MAHABHARAT ?



মহাভারত কি ? 


মহাভারত..সংস্কৃ ত ভাষায় রচিত এক অমর মহাকাব্য! গ্রহণযোগ্যতার কারণে এই কাব্য
অনূদিত হয়েছে ভারতবর্ষের অন্যান্য ভাষাতে ও। স্বাভাবিক কারণেই মহাভারতের সংশোধিত ও
পরিমার্জিত সংস্করণে অনেক কল্পিত কাহিনী সংযোজিত হয়েছে। সভ্যতা ও সংস্কৃতির ক্রমবিবর্তিত আধুনিকতার প্রেক্ষিতে অনেক তর্ক বিতর্কের কারণ হয়ে উঠেছে এই মহাভারত।তারপর ও
এখনো ভারতের সংস্কৃতি ও সাহিত্যের অন্যতম আদি নিদর্শন হিসেবে জনমানুষের হৃদয়ে বিশেষ অবদান  রয়েছে এই গ্রন্থের ।   অনেক হিন্দু,মহাভারত কে ধর্ম গ্রন্থ হিসেবে ও শ্রদ্ধা করেন।

মহাভারত আদৌ ধর্মগ্রন্থ নাকি একটা সামাজিক গোষ্ঠির জীবনধারার উত্থান-পতনের অর্ধ-বাস্তব,অর্ধকল্পিত চালচিত্র,সেই বিতর্কে যাচ্ছিনা।সব সাহিত্যে ই জ্ঞানের কথা থাকে,মানব-মনের
উৎকৃষ্ট নিকৃষ্ট বোধের কথা থাকে, বিবর্তনের চিত্রকল্প থাকে..এই বৈশিষ্ট্যের  কারণে,মহাভারত
অনন্য,স্বমহিমায় উজ্জ্বল! সময়ের প্রয়োজনে,রিমিক্স মহাভারতে ও সংযোজন-
বিয়োজন ঘটতে পারে।তবে এই পরিবর্তন যেন,আধুনিক কুরুক্ষেত্র যুদ্ধে মানুষকে ন্যায়ের
পথে চলার অনুপ্রেরণা দেয়,এই প্রত্যাশা করি..




অন্যভাবে বলতে গেলে মহাভারত হল- 
 একটি মহাকাব্য বিষয়ক গ্রন্থ। এতে রাজত্ব নিয়া দুই পরিবারের ঝগড়া বিবাদ পরিলক্ষিত হয়েছে। মহাভারত মৌলিক ভাবে কোন ধর্মগ্রন্থ নয়। কিন্তু মহাভারত ঘটনা প্রবাহে শ্রীকৃষ্ণ চরিত্রের বিশেষ ভূমিকা, তার মুখনিঃসৃত তার নিজের পরিচয়, সর্গ নরক বা সৃষ্টি জগতের পালন ইত্যাদি অনুষঙ্গ থাকায় সনাতন ধর্মাবলম্বী রা মহাভারতকে ধর্মগ্রন্থ বলেই মানেন। তথাপি মহাভারতের শিক্ষা হল পাপিষ্ঠদের নিধন ও ধার্মিকদের পথে হাজার বাধা আসলেও শেষ জয় তাদেরই। মহাভারত উপাখ্যানে ধর্মীয় বিষয় বা প্রভাব থাকলেও তা মৌলিক নয়। মৌলিক বিষয় হচ্ছে রাজপরিবারের অন্তর্দন্দের প্রভাবে ধর্ম ও অধর্মের মানুষের মধ্যে লড়াই।

মহাভারত রচনা করেন বেদব্যাস। কথিত আছে যে, বেদব্যাস শ্লোকগুলো বলেন আর তা লেখেন মহাদেবপূত্র গণেশ। মহাভারতের আঠারোটি পর্ব রয়েছে। এবং প্রত্যেকটি পর্বে আলাদা আলাদা ঘটনার উল্লেখ আছে।

সমগ্র হিন্দু ধর্ম এবং বৈদিক দর্শন ও সাহিত্যের সারসংক্ষেপ বলা যেতে পারে। 'মহাভারত' নামটির উৎপত্তি প্রসঙ্গে একটি আখ্যান প্রচলিত যে, দেবতারা তুলাযন্ত্রের একদিকে চারটি বেদ রাখেন ও অন্যদিকে বৈশম্পায়ন প্রচারিত ভারত গ্রন্থটি রাখলে দেখা যায় ভারত গ্রন্থটির ভার চারটি বেদের চেয়েও অনেক বেশি। সেই কারণে ভারত গ্রন্থের বিশালতা দেখে দেবগণ ও ঋষিগণ এর নামকরণ করলেন 'মহাভারত'। আবার একে 'পঞ্চম বেদ'ও বলা হয়।


কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.