Header Ads

Header ADS

অভিমন্যু কে ছিলেন ? who is abhimanyu in mahabharata

 অভিমন্যু 




অভিমন্যু মহাভারত মহাকাব্যের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র ও অর্জুন - সুভদ্রার  পুত্র, শ্রীকৃষ্ণের ভাগিনেয় এবং মৎস্য রাজকন্যা  উত্তরার স্বামী। শৌর্যে বীর্যে তিনি তার পিতা অর্জুন ও পিতামহ ইন্দ্রের  সমতুল্য। অভিমুন্য নামের অভি অর্থ অত্যধিক; আর মুন্য অর্থ ক্রোধ। তাই অভিমুন্য নামের অর্থ দাড়ায় ক্রোধিত পুরুষ। যুদ্ধ ক্ষেত্রে অভিমুন্য তার পিতা অর্জুন ও মাতুল ভগবান শ্রীকৃষ্ণের সমান। কুরুক্ষেত্রের যুদ্ধের ত্রয়োদশ দিবসে মাত্র ষোলো বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার একমাত্র সন্তান পরীক্ষিত  তার মৃত্যুর পর জন্মগ্রহণ করেন। কুরুক্ষেত্র যুদ্ধের ত্রয়দশ দিনে দ্রোন কতৃক নির্মিত চক্রব্যুহ এর মধ্যেই কৌরব দের ছয় মহারথী দ্বারা (দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি, অশ্বথামা, ক্রিপাচার্য ) কৃত ষড়যন্ত্র এ অভিমন্যু আটকে পড়েন এবং করুন ভাবে মৃত্যুবরণ করেন।

কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.