ঋষ্যসৃঙ্গ মুনি কে ছিলেন? who is rishyasringa
ঋষ্যসৃঙ্গ মুনি কে ছিলেন?
ঋষ্যশৃঙ্গ মুনি ছিলেন মহা তেজস্বি একজন ঋষি। ইনি কশ্যপের পৌত্র এবং বিভাণ্ডক মুনির পুত্র। ঋষ্যশৃঙ্গ পিতার সঙ্গে বনে বাস করতেন এবং মুখ্য ও গৌণ-দুই প্রকারেই ব্রহ্মচর্য পালন করতেন। তিনি ছিলেন দশরথ কন্যা শান্তার স্বামী। ঋষ্যশৃঙ্গ মুনির দ্বারা কৃত পুত্রেষ্টি যজ্ঞের ফলেই রাজা দশরথ চার পুত্র লাভ করেছিলেন। তাঁর মাথায় হরিনের ন্যায় শিং ছিল তাই তাঁর নাম ছিল ঋষ্যশৃঙ্গ।
ঋষ্যশৃঙ্গ মুনির জন্মবিবরণ দাও।
অমোঘবীর্য, ব্রহ্মার তুল্য তেজস্বী, মহর্ষি বিভাণ্ডক অত্যন্ত শুদ্ধচিত্ত হলেও একদিন স্নান করবার সময় উর্বশীকে দেখে কামাসক্ত হলেন। সেই কারণে জলের মধ্যেই তাঁর বীর্যস্খলন হলে সেই সময় এক হরিণী- সেইখানে জল খাচ্ছিল-সেই জলের সাথে বিভাণ্ডক মুনির শুক্র-ও খেয়ে ফেলল এবং সেইখানে গর্ভবতী হলো। এর কারণ-একদা জগৎস্রষ্টা ব্রহ্মা পূর্বজন্মে সেই হরিণীকে বলেছিলেন, 'তুমি দেবকন্যা হলেও হরিণী হয়ে জন্মাবে এবং কোনো মুনিপুত্রকে প্রসব করে তবেই মুক্তি পাবে।' তারপর সেই হরিণীর গর্ভে বিভাণ্ডকপুত্র ঋষ্যশৃঙ্গের জন্ম হলো। ঋষ্যশৃঙ্গ সেইকালেই তপস্যার জন্য জগদ্বিখ্যাত হয়েছিলেন। তিনি জন্মাবধি তাঁর পিতা বিভাণ্ডককেই চিনতেন। এবং আশ্রমব্যতীত বহির্জগতের আর কিছু জানতেন না।
কোন মন্তব্য নেই
thanks. please visit again