Header Ads

Header ADS

শকুনি কে ছিলেন ? who is shakuni in mahabharata

 শকুনি 



শকুনি হিন্দু  ধর্মীয় গ্রন্থ মহাভারতের একটি অন্যতম চরিত্র। গান্ধাররাজ সুবলের জ্যেষ্ঠ পুত্র ও গান্ধারীর জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি মহাভারতের প্রধান খলনায়ক। সুবলের কোনো এক পাপের কারণে দেবতাদের অভিশাপে তাঁর বংশে শকুনির জন্ম হয়। শকুনির জন্ম কলির অংশে; তাই তিনি ছিলেন অত্যন্ত ধূর্ত ও কপট। গান্ধারীর বিবাহের পর থেকে শকুনি ধৃতরাষ্ট্রের সংসারেই থাকতেন এবং ভাগিনেয় দুর্যোধনের সঙ্গে ওঁর বিশেষ বন্ধুত্ব ছিল। তাঁর কারণেই মহাভারতের বিচিত্র ঘটনাগুলো আবর্তিত হয়েছে। তিনি অস্ত্রবিদ্যায় পারদর্শী নন; তথাপি তাঁর কপট বুদ্ধিতেই সমগ্র কুরুবংশ ধ্বংস হয়েছিল। দ্রৌপদীর বস্ত্রহরণের নিমিত্ত যে দ্যুতক্রীড়া সেই কপটতাও শকুনির মস্তিস্ক প্রসূত। যুদ্ধের শেষ দিনে সহদেবের হাতেই শকুনি-পুত্র উলুক ও শকুনির মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.