Header Ads

Header ADS

মাদ্রি কে ? who is madri in mahabharata

 মাদ্রি 




মাদ্রী মহাভারত মহাকাব্যের একটি নারীচরিত্র। মহাভারতের  হস্তিনাপুরের চন্দ্রবংশীয় রাজা পাণ্ডুর  দ্বিতীয়া স্ত্রী মাদ্রী ছিলেন মদ্র দেশের রাজকন্যা। তার পিতার উত্তরাধিকারী হিসাবে ভ্রাতা শল্য  মদ্ররাজ হয়েছিলেন।

কুন্তির সাথে তার বিয়ের পরে পাণ্ডু মদ্ররাজের কনিষ্ঠ কন্যা মাদ্রীকে বিয়ে করেছিলেন। পান্ডু ও মাদ্রীর কোন সন্তান ছিল না। ফলস্বরূপ সপত্নী কুন্তীর  কাছ থেকে দুর্বাসা প্রদত্ত  পুত্রেষ্টি মন্ত্র  অল্পসময়ের জন্য চেয়ে নিয়ে তিনি অশ্বিনিকুমারদ্বয় কে  পুত্রদান নিমিত্ত আবাহন করেন। তাদের ঔরসে মাদ্রীর গর্ভে দুই পুত্র  নকুল ও সহদেবের  জন্ম হয়। নকুল ও সহদেবের জন্মের পর পাণ্ডু একদা বনে মাদ্রীকে দেখে কামার্ত হন ও তার গর্ভে নিজ পুত্র উৎপন্ন করতে তার সাথে যৌনসঙ্গম করেন। এই সঙ্গমের ফলে পান্ডুর মৃত্যু হয়। কুন্তী সেই স্থানে উপস্থিত হয়ে মাদ্রীকে পান্ডুর মৃত্যুর জন্য দায়ী করেন। সঙ্গমে অতৃপ্ত মাদ্রী পরলোকে পান্ডুর সাথে সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য স্বেচ্ছায় সহমরণে যান। মাদ্রী নকুল ও সহদেবকে কুন্তীর কাছে রেখে সগর্ভ পাণ্ডুর চিতায় আরোহণ করে মৃত্যুবরণ করেন।

কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.