মহারানী সুমিত্রার পরিচয় দাও।
who is sumitra in ramayana
     মহারানী সুমিত্রা রামায়ণের এক উপেক্ষিত চরিত্র। সুমিত্রা  হলেন দশরথের  তৃতীয়া স্ত্রী ও যমজ  সন্তান লক্ষণ ও শত্রুঘ্নের  মাতা । বনবাসে গমনের সময় লক্ষ্মণ মাতার চরণস্পর্শ করে আশীর্বাদ ভিক্ষা করলে তিনি বলেছিলেন " পরিব্রাজক অবস্থায় তুমি রামকে  অনুসরণ কোর । রামকে পিতা, সীতাকে  মাতা ও বনকে অযোধ্যা  বলে মনে কোর । তাঁর এই বচন রামায়ণের শ্রেষ্ঠ বচনগুলোর মধ্যে অন্যতম। তাঁর দুই পুত্রবধূ ছিল ঊর্মিলা এবং শ্রুতকীর্তি। রামের বনবাসকালে ইনি কৌশল্যা কে  সান্ত্বনা দিতেন । দীর্ঘকাল পরে রামের রাজত্বকালে সুমিত্রা বহুবিধ ধর্মানুষ্ঠান করে দেহত্যাগ করেন ।
 
কোন মন্তব্য নেই
thanks. please visit again