Header Ads

Header ADS

মহারানী সুমিত্রার পরিচয় দাও who is sumitra in ramayana

 মহারানী সুমিত্রার পরিচয় দাও।
who is sumitra in ramayana





মহারানী সুমিত্রা রামায়ণের এক উপেক্ষিত চরিত্র। সুমিত্রা  হলেন দশরথের  তৃতীয়া স্ত্রী ও যমজ  সন্তান লক্ষণ ও শত্রুঘ্নের  মাতা । বনবাসে গমনের সময় লক্ষ্মণ মাতার চরণস্পর্শ করে আশীর্বাদ ভিক্ষা করলে তিনি বলেছিলেন " পরিব্রাজক অবস্থায় তুমি রামকে  অনুসরণ কোর । রামকে পিতা, সীতাকে  মাতা ও বনকে অযোধ্যা  বলে মনে কোর । তাঁর এই বচন রামায়ণের শ্রেষ্ঠ বচনগুলোর মধ্যে অন্যতম। তাঁর দুই পুত্রবধূ ছিল ঊর্মিলা এবং শ্রুতকীর্তি। রামের বনবাসকালে ইনি কৌশল্যা কে  সান্ত্বনা দিতেন । দীর্ঘকাল পরে রামের রাজত্বকালে সুমিত্রা বহুবিধ ধর্মানুষ্ঠান করে দেহত্যাগ করেন ।

কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.