Header Ads

Header ADS

মহাভারতের রচয়িতা কে? তাঁর সম্পর্কে লেখো । who wrote the MAHABHARAT

 মহাভারতের রচয়িতা কে? তাঁর সম্পর্কে লেখো।




মহাভারতের রচয়িতা হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস।

কৃষ্ণ দ্বৈপায়ণ বা কৃষ্ণ দ্বৈপায়ন বা বেদব্যাস বা সংক্ষেপে ব্যাস একজন ঋষি ছিলেন। ইনি বশিষ্ঠের প্রপৌত্র, শক্তির পৌত্র, পরাশরের পুত্র এবং শুকদেবের পিতা। ইনি মহাভারতের রচয়িতা। যমুনানদীতে খেয়া নৌকার ভিতর পরাশর  মুনি সত্যবতীর সাথে মিলিত হলে, সত্যবতী  গর্ভবতী হন। পরে যমুনার  একটি দ্বীপে তার জন্ম হয়। যমুনার দ্বীপে জন্মগ্রহণ করেন বলে এর নাম হয় দ্বৈপায়ন। এঁর গায়ের রং কালো ছিল বলে, পুরো নাম দাঁড়ায় কৃষ্ণ - দ্বৈপায়ন । তার মাথায় কপিল বর্ণের জটা ছিল। তার চোখ ছিল উজ্জ্বল ও মুখে পিঙ্গল বর্ণের দাড়ি ছিল। তিনি তপস্যাবলে মহর্ষিত্ব প্রাপ্ত হয়ে বেদকে চার ভাগে ভাগ করেছিলেন। এই কারণে ইনি বেদব্যাস বা 'ব্যাস' নামে পরিচিত হন। জন্মের পরপরই ইনি তার মায়ের অনুমতি নিয়ে তপস্যার জন্য যাত্রা করে।। তার তপস্যার স্থান ছিল বদরিকাশ্রম । এই কারণে ইনি বাদ্রায়ন  নামেও পরিচিত ছিলেন। কিংবদন্তি আছে যে তিনি বেদকে  শতশাখাযুক্ত চার ভাগে বিভক্ত করে বেদব্যাস নামে অভিহিত হয়েছেন। মহর্ষি বেদব্যাস বেদ রচনা করেননি বরং বেদকে শুধুমাত্র লিপিবদ্ধ করেছেন এবং চার ভাগে বিভক্ত করেছেন। ক্ষীণাঙ্গী ৫৫৫ পংক্তিতে বেদব্যাস হিন্দুশাস্ত্রের প্রজ্ঞাসঙ্কলন চয়িত করে নাম দিলেন সৃজক সূত্র।মহাভারতের এরকম হাজারও শ্লোকের রচয়িতা ব্যাসদেব। ব্যাসদেবের তার জন্মতিথিটি গুরু পুর্ণিমা হিসাবে পালন করা হয়।

কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.