Header Ads

Header ADS

জাপানে মা সরস্বতীর পুজোর বর্ণনা । Description of Worship of Maa Saraswati in Japan

জাপানে পূজিতা দেবী সরস্বতী - বেঞ্জাইতেন





জাপানেও সরস্বতী পূজো হয়। সেখানকার সরস্বতী দেবীর  নাম বেঞ্জাইতেন। ১৪০০ বছরেরও বেশি সময় ধরে জাপানিরা দেবী সরস্বতীকে  বেঞ্জাইতেন নামে পুজো করে আসছেন। সারা বছর, তবে বিশেষত বর্ষাকালে, জাপানিরাও একইভাবে ভক্তিভরে বিদ্যার দেবীর আরাধনা করেন। দ্বিভূজা বেঞ্জাইতেনেরও হাতে থাকে বীণা। জাপানী ভাষায় বীণাকে 'বিওয়া' বলে।কিন্তু সরস্বতী দেবীর বাহনের মত থাকে না রাজহাঁস, কখনো ড্রাগন দেখা যায়। আবার জাপানে জলাশয়কেও দেবী সরস্বতীরূপে পুজো করা হয়। মজার বিষয়, বেদেও সরস্বতী নদীরূপে পূজিতা৷ জাপানে প্রায় একশোটিরও বেশি মন্দিরে বেঞ্জাইতেন দেবীর মূর্তি প্রতিষ্ঠিত। জাপানের  এনোশিমমা দ্বীপ, চিকুন দ্বীপ,  ইৎসুকুশিমা দ্বীপের মন্দিরগুলিতে সাড়ম্বরে বেঞ্জাইতেন-এর আরাধনা করা হয়। তবে জাপানে সরস্বতী দেবীর পুজোয় মন্ত্রপাঠের পাশাপাশি যাগ-যজ্ঞের প্রচলন রয়েছে। কয়েক হাজার বছরের প্রাচীন সংস্কৃতি মেনে রীতিমতো সংষ্কৃত মন্ত্র উচ্চারণ করে আগুনে ঘৃতাহুতি দিয়ে হোম করে দেবীর আরাধনা করা হয়। জাপানি ভাষায় হোমকে গোমা বা হাভানা বলা হয়।

অনেকে প্রশ্ন করে থাকেন কীভাবেই জাপানে ছড়িয়ে পড়লেন দেবী সরস্বতী ও ভারতীয় সংস্কৃতি ? 

তার উত্তরে বলতে পারি যে খ্রিস্টীয় ২য় শতক থেকে পঞ্চদশ শতক পর্যন্ত, বর্তমানে মধ্য-দক্ষিণ ভিয়েতনামে বিস্তৃত চম্পা দেশের হিন্দু রাজাদের প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের বিস্তীর্ণ স্থলভাগ জুড়ে বিশাল প্রভাব ছিল৷ এই চম্পা রাজ্য হয়েই হিন্দু ধর্ম পৌঁছে গিয়েছিল জাপানে। সম্ভবত বৌদ্ধ ধর্ম জাপানে পৌঁছবার অনেক শতাব্দী আগেই। আবার সরস্বতী দেবী হিন্দু, বৌদ্ধ উভশের দ্বারাই পূজিত, তাই বৌদ্ধ প্রভাবও আছে। তবে যাই হোক, জাপানে মা সরস্বতীর বা বেঞ্জাইতেন পুজো শুরু হয় খ্রিষ্টীয় ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীর মধ্যে। 

কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.