Header Ads

Header ADS

মহাভারতে শান্তনু কে ছিলেন? who is santanu

 মহাভারতে শান্তনু কে ছিলেন?




 ভারতের হস্তীনাপুরের  কুরু রাজা।তিনি হস্তিনাপুরের রাজা প্রতীপ ও তাঁর স্ত্রী সুনন্দার মধ্যম পুত্র ছিলেন। শান্তনু পূর্ব জন্মে ছিলেন মহাভিষ নামক ইক্ষাকু বংশীয় এক রাজা। তিনি বহু যজ্ঞ করে স্বর্গে গিয়েছিলেন। একদিন মহাভিষ যখন দেবতাদের সঙ্গে ব্রহ্মার সভায় বসে ছিলেন, তখন বায়ুর প্রভাবে গঙ্গাদেবীর সূক্ষ্ম বস্ত্র অপসৃত হল। দেবতারা নতমুখ হলেন, কিন্তু মহাভিষ অপলক দৃষ্টিকে গঙ্গার দিকে তাকিয়ে রইলেন। ব্রহ্মা সেটা লক্ষ্য করে মহাভিষকে বললেন যে, তিনি স্বর্গে থাকার উপযুক্ত নন, ওঁকে আবার মর্তে গিয়ে জন্মাতে হবে। মহাভিষ তখন ঠিক করলেন যে, তিনি প্রতীপ রাজার পুত্র হবেন। যথা সময়ে মহাভিষ শান্তনু নাম নিয়ে প্রতীপ রাজার পুত্র হয়ে জন্মান। শান্তনুর প্রথম স্ত্রী ছিলেন জাহ্নবমুনির কন্যা গঙ্গা  বা জাহ্নবী, যার গর্ভে ভীষ্ম (দেবব্রত) জন্ম হয়। গঙ্গা শান্তনুকে পরিত্যাগ করার পর। ইনি দাসরাজের পালিতা কন্যা সত্যবতী কে  বিবাহ করেন| সত্যবতীর সঙ্গে মিলনের ফলে এর চিত্রাঙ্গদা ও বিচিত্রবীর্য নামে দুটো পুত্র হয়।

কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.