রামায়নে নিকুম্ভীলা যজ্ঞগারের ভূমিকা কি? ramayana nikumbila
রামায়নে নিকুম্ভীলা যজ্ঞগারের ভূমিকা কি?
রামায়ণ অনুসারে, রাবণ যখন ত্রিলোক জয়ে বেরিয়েছিলেন তখন নিকুম্ভীলা নামক লঙ্কার এক উপবনে উশনার পৌরহিত্যে মেঘনাদ অগ্নিষ্টোম, অশ্বমেধ, বহুসুবর্ণক, রাজসূয়, গোমেধ, বৈষ্ণব ও মাহেশ্বর নামে সাতটি যজ্ঞ সম্পাদনা করেন। নিকুম্ভীলা লঙ্কার পশ্চিমভাগস্থ গুহাবিশেষ। লক্ষণ এই গুহায় প্রবিষ্ট হয়ে মেঘনাদকে বধ করেন। যুদ্ধে লঙ্কার অনেক পরাক্রমী বীর নিহত হয়েছেন, তাই রাবণ ইষ্টদেবের পূজা ও নিকুম্ভীলায় যজ্ঞ সমাপ্ত করে যুদ্ধে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তার প্রিয় পুত্রকে। এছাড়াও পৌলস্ত্য কুলমাতা নিকুম্ভীলা মন্দির ও যজ্ঞাগারের গুপ্ত রহস্য ফাঁস রামের যুদ্ধজয়ে অন্যতম কারণ ছিলো৷
কোন মন্তব্য নেই
thanks. please visit again