Header Ads

Header ADS

who is mandavi in ramayana মাণ্ডবীর পরিচয় দাও

 মাণ্ডবীর পরিচয় দাও।




হিন্দু মহাকাব্য রামায়ণ  অনুসারে রাজা কুশদ্ধজ ও তার স্ত্রী রাণী চন্দ্রভাগার জ্যেষ্ঠ কন্যা ছিলেন মাণ্ডবী কুশধ্বজ ছিলেন রামায়ণের মূল চরিত্র রামের স্ত্রী সীতার  পালকপিতা জনকের অনুজ৷ মাণ্ডবী বর্তমান সপ্তরী জেলায় জন্মগ্রহণ করেছিলেন বলে অনুমান করা হয়৷ রাজা কুশদ্ধজ  ঐ অঞ্চলেই রাজত্ব করতেন৷ ইতিহাসিক সুত্রমতে তাদের পারিবারিক ছিলো বর্তমান রাজদেবী মন্দির বা তার আশেপাশে৷ তিনি রামের অনুজ ভরতকে বিবাহ করেন৷ তাদের তক্ষ ও পুষ্কল নামে দুই পুত্র সন্তান হয়।

কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.