Header Ads

Header ADS

সরস্বতী নামের স্বরূপ কি? What is the meaning of the word Saraswati ?

স্বরসতী নয়, সরস্বতী। 

সংস্কৃত সরস্বতী = সরস্‌+বৎ+ঈ। সরসবতী শব্দ থেকে (সরসবতী>সরস্বতী) সরস্বতী। সরস্বতী অর্থ বিদ্যা ও কলার দেবী। সরস্বতী শব্দের সঙ্গে ‘স্বর’ এবং ‘সতী’ শব্দের সরাসরি সম্পর্ক নেই, এজন্য স্বরসতী হবে না।
বীণাপানি নয়, বীণাপাণি। সংস্কৃত পণ্‌ ধাতুযোগে পাণি (√ পণ্+ই) শব্দটি গঠিত। পাণি অর্থ হাত। যে দেবীর হাতে বীণা রয়েছে তিনি বীণাপাণি। আর পানি অর্থ জল, এজন্য বীণাপানি হবে না।
বাগদেবী নয়, বাগ্‌দেবী (বাচ্+দেবী)। অষ্টাধ্যায়ী ৮/২/৩০ মতে পদের শেষে চ বর্গীয় ধ্বনি বা চ বর্গের পদান্তের পর ঝল্ প্রত্যাহারের অন্তর্ভুক্ত ধ্বনি থাকলে চ বর্গ স্থানে ক বর্গীয় ধ্বনি আসে। ফলে বাচ্+দেবী হয়ে যায় বাক্+দেবী। আবার অষ্টাধ্যায়ী ৮/২/৩৯ মতে পদান্তে ঝল্ থাকলে সেখানে জশ্ আদেশ হয়, তাই বাক্+দেবী হয়ে যায় বাগ্‌দেবী বা বাগ্দেবী। বাগ্‌দেবী অর্থ বাক্‌শক্তির অধিষ্ঠাত্রী দেবী।
শারদা নয়, সারদা। শারদা হলো শরৎকালে পূজিতা দুর্গা, সেজন্য সারদা হবে। সারদা অর্থ সংগীতের দেবী।

কোন মন্তব্য নেই

thanks. please visit again

Blogger দ্বারা পরিচালিত.